শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে ফোন, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ প্রদর্শন করেছেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে প্রতারক চক্র। দুদক ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেফতারও করা হয়েছে।

রোববার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে দুদক চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলাম পরিচয়ে তার নাম ছবি দিয়ে প্রতারণা শুরু হয়েছে। প্রতারক চক্রটি সাবেক কয়েকজন সচিবসহ বিভিন্ন ব্যক্তিকে ফোন করে অভিযোগ/মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করছে। এই প্রতারক চক্র থেকে সবাইকে সর্তক থাকার অনুরোধ জানানো হলো। দুদক কর্মকর্তা পরিচয়ে ফোনকলে কেউ প্রতারিত হবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারণামূলক ফোনকল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কারও কাছ থেকে টাকা চাওয়া হলে কিংবা কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্যও অনুরোধ করা হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ