বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

‘ফাইনাল ম্যাচ ইয়োর পারফর্ম’ শুনে এবার যা করলেন রাসেল-নারাইন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ প্রদর্শন করেছেন

পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে, কোনো ফাইনাল শেষেই শোনা যায় কথাটা। রীতিমতো একটা মিম রেওয়াজেই পরিণত হয়েছে তা। এবারও শোনা গেল সে পরিচিত প্রশ্নটা, জয়ী দলের একজনকে প্রশ্ন করা হলো ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপনিং?’

প্রভিডেন্স স্টেডিয়ামে সোমবার সকালে ইতিহাস গড়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। পঞ্চমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে দলটা। খেলোয়াড়দের সবাই তখন উদযাপনে ব্যস্ত। ঠিক তখনই শোনা গেল প্রশ্নটা।

তবে আর সব বারের সঙ্গে এবারের পার্থক্য, এবার প্রশ্নটা করা হয়েছে খোদ আন্দ্রে রাসেলকে, যাকে দিয়ে এই ‘ট্রেন্ডের’ শুরু। বিষয়টা দেখা গেল ত্রিনবাগো নাইট রাইডার্সের ফেসবুক পাতায়।

ফাইনাল শেষে যখন গোটা দল উদযাপনে ব্যস্ত, তখন ত্রিনবাগোর সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ  রাসেলের কাছে ছুটে যান। তাকেই গিয়ে মজার ছলে জিজ্ঞেস করেন, ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপনিং?’

জবাবে রাসেল হেসেই উড়িয়ে দিচ্ছিলেন বিষয়টা। তবে একটু পরে সামলে নিলেন নিজেকে। এরপর ক্যামেরার সামনে এসে বলেন, ‘হোয়াট ডু ইউ মিন?’, যেমনটা তিনি বলেছিলেন সেই বিখ্যাত ক্লিপে।

একই প্রশ্ন এরপর নারাইনের কাছেও ছুঁড়ে দেওয়া হয়। নারাইনকে এমনিতে গম্ভীর মুখেই দেখা যায় মাঠে। তবে সে প্রশ্ন সেই তাকেও হাসতে বাধ্য করে। নারাইন হাসিমুখেই অবশ্য জবাব দেন, ‘উইন’!

ভাইরাল এই প্রশ্নটির উৎপত্তিস্থল অবশ্য মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। সেখানে ২০২৩ বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস চ্যাম্পিয়ন হয়। এরপরই রাসেলকে এই প্রশ্নটি করেছিলেন বাংলাদেশের এক সাংবাদিক। তবে প্রশ্নের মানে বুঝতেই পারেননি তিনি।

সেই বিষয়টা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এখন তো বিষয়টা ট্রেন্ডেই পরিণত হয়েছে! প্রত্যেকটা ফাইনাল শেষে কেউ না কেউ জয়ী দলকে জিজ্ঞেস করছেন, ‘ফাইনাল ম্যাচ ইয়োর পারফর্ম, হোয়াট হ্যাপেনিং!’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ