বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

বড় শাস্তি নেমে এলো ভারতের ওপর

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

বিশ্বকাপের ঠিক আগে ভারতের ওপরে নেমে এলো বিশাল এক শাস্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হলো ভারত নারী দলকে। দিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া জয় পায় ৪৩ রানে। ওই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন বেথ মুনি ও স্মৃতি মান্ধানা।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রত্যেক ওভার না করতে পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা গুনতে হয়। সে অনুযায়ী ভারত দলকে ১০ শতাংশ জরিমানা দিতে হলো।

ভারত অধিনায়ক হারমানপ্রিত কর অভিযোগ স্বীকার করে নেন এবং শাস্তি মেনে নেন। তাই আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এই ম্যাচ দিয়েই দুই দল শেষ প্রস্তুতি সারল বিশ্বকাপের আগে। ভারত ও শ্রীলঙ্কায় বসছে আইসিসি নারী বিশ্বকাপের আসর। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। আর পরদিন ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ