সর্বশেষ ববিকে দেখা গেছে ‘ময়ুরাক্ষী’ নামে একটি সিনেমায়। রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি গত বছরের ঈদে মুক্তি পায়। তবে সিনেমাটিও সেভাবে আলোচনায় আসেনি। ফ্লপের তালিকায় রয়েছে ‘পাপ’ নামে আরও একটি সিনেমা। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটিও সুবিধা করতে পারেনি। বলা যায়, ববি অভিনীত পরপর একাধিক সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। তবে দমে যাননি তিনি। বরং নতুন উদ্যমে কাজে ফিরেছেন এ অভিনেত্রী। গত বছর থেকেই ফের কাজে ব্যস্ত হয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন। এদিকে সিনেমায় কাজ করলেও আপাতত ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ভাবছেন না ববি। তিনি জানান, একাধিক সিনেমার শিডিউল দিতে হবে, ফলে ওটিটিতে কাজ করার জন্য সময় দিতে পারবেন না।