মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

শ্রীলংকার চরম ব্যাটিং বিপর্যয়

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

জিতলে সেমিফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকবে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে শ্রীলংকার চরম ব্যাটিং বিপর্যয়।

মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের ১৫তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় শ্রীলংকা।

ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে টুর্নামেন্টের ৬ বারের চ্যাম্পিয়নরা। ইনিংসের দ্বিতীয় বলে কুশাল মেন্ডিসকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ফেরান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে।

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কুশাল পেরেরাকে ফেরান হারিস রউফ। অষ্টম ওভারে পরপর দুই বলে শ্রীলংকার বর্তমান ও সাবেক দুই অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাকে ফেরান হুসাইন তালাত।

৭.৩ ওভারে মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলংকা। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন কামিন্দু মেন্ডিস ও লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গা।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

শ্রীলংকা: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ