মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

এক ফিফটিতে ১৩৩ ধাপ এগোলেন সাইফ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন সাইফ হাসান। সেই ফিফটিতে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ১৩৩ ধাপ এগিয়েছেন এই তারকা ওপেনার। বোলারদের মধ্যে সেরা দশে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৬ ধাপ উন্নতি করেছেন মোস্তাফিজ। বাংলাদেশের অভিজ্ঞ পেসার আছেন নবম স্থানে। ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে সাইফের অবস্থান এখন ৮১তম। র‍্যাংকিংয়ে একশ জনের মধ্যে এই প্রথমবার ঢুকলেন তিনি।

লংকার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে রান তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করেন সাইফ। ওপেনিংয়ে নেমে ৪টি ছক্কা ও ২টি চারে ৪৫ বলে ক্যারিয়ার সেরা ৬১ রানের ইনিংস খেলেন তিনি। দলের ৪ উইকেটে জয়ের ম্যাচে জেতেন সেরার পুরস্কার।

ওই ম্যাচে ২ ছক্কা ও ৪টি চারে ৩৭ রানে ৫৮ রান করেন তাওহিদ হৃদয়। র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে তিনি আছেন ৪১ নম্বরে। ৩ চারে ২৩ রান করা অধিনায়ক লিটনের উন্নতি ২ ধাপ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তালিকায় সবার ওপরে এখন তিনি, অবস্থান ৪০তম।

এক ধাপ করে এগিয়েছেন জাকের আলি (৫৬তম) ও পারভেজ হোসেন (৭৪তম)। ৬ ধাপ পিছিয়ে হৃদয়ের সঙ্গে যৌথভাবে ৪১তম স্থানে তানজিদ হাসান।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের আভিশেক শার্মা, দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ভারতের তিলাক ভার্মা।

পাকিস্তানের সাহিবজাদা ফারহানের অগ্রগতি ৩১ ধাপ, আছেন ২৪ নম্বরে। তার সতীর্থ সালমান আলি আগা (৬৪) ও ফখর জামানের (৬৪তম) উন্নতি তিন ধাপ করে। শ্রীলংকার কামিন্দু মেন্ডিস ৩২ ধাপ এগিয়ে এখন ৭৮তম স্থানে। তার সতীর্থ দাসুন শানাকা ১০ ধাপ এগিয়ে ৭৬ নম্বরে।

শ্রীলংকাকে সেদিন ১৬৮ রানে আটকে রাখার পথে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজ। ৪ ওভারে স্রেফ ২০ রান দিয়ে ৩ শিকার ধরেন বাঁহাতি পেসার। যে পারফরম্যান্স তাকে ফেরাল টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে প্রথম ১০ জনের মধ্যে (নবম)।

ওই ম্যাচে ২ উইকেট নেওয়া শেখ মেহেদী হাসানের উন্নতি ৩ ধাপ, আছেন ১৭তম স্থানে। না খেলেই দুই ধাপ এগিয়েছেন তানজিম হাসান (৪০তম)।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ভারুন চক্রবর্তী। দুই ও তিনে যথারীতি আছেন নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি ও ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।

পাকিস্তানের পেসার হারিফ রউফ ৯ ধাপ এগিয়ে এখন ২৮তম স্থানে। ভারতের কুলদিপ ইয়াদাভ দুই ধাপ এগিয়ে এখন ২১ নম্বরে। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ