মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

রাশিয়া-ব্রিটেনের পালটাপালটি বক্তব্যে সরগরম জাতিসংঘের অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

মস্কোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশনের ফাঁকে দেওয়া এক ভাষণে তিনি এ অভিযোগ করেন।  তবে, তার এই অভিযোগ ‘মিথ্যা ও বিকৃত’ বলে আখ্যা দিয়েছে ব্রিটেন।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জাতিসংঘে জি২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ল্যাভরভ এ কথা বলেন।

ল্যাভরভ বলেন—‘আরেকটি সুস্পষ্ট উদাহরণ হলো ইউক্রেন সংকট, যা পশ্চিমারা উসকে দিয়েছে। এর মাধ্যমে ন্যাটো ও ইইউ ইতোমধ্যেই আমার দেশের বিরুদ্ধে প্রকৃত যুদ্ধ ঘোষণা করেছে এবং সরাসরি এতে জড়িত।‘

ল্যাভরভ এর আগেও একই ধরনের মন্তব্য করেছেন। তবে জাতিসংঘ ভবনের ভেতরে জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সামনে তার এই বক্তব্য, এর গুরুত্বকে  আরও স্পষ্ট করেছে।

তিনি রাশিয়ার পূর্বের অবস্থান পুনরাবৃত্তি করে বলেন, ‘ইউক্রেনে যুদ্ধের জন্য দায়ী পশ্চিমাদের কর্মকাণ্ড। যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে, যখন মস্কোর সেনারা পূর্ণাঙ্গ আগ্রাসন চালায়।‘

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ল্যাভরভ বেরিয়ে যাওয়ার সময় বক্তব্য শুরু করেন। তিনি রাশিয়ার ‘অযৌক্তিক আগ্রাসী যুদ্ধ’র নিন্দা করে বলেন, ‘যুদ্ধের কারণ নিয়ে রাশিয়ার প্রতিনিধির মিথ্যা কল্পকাহিনী, বিভ্রান্তি আর প্রোপাগান্ডা কারও বিশ্বাসযোগ্য মনে হবে না।‘

এ সময় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বিশ্ব শক্তিগুলোকে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘রাশিয়ার ইউক্রেনকে বশীভূত করার লক্ষ্য যে বদলেছে, তার কোনো ইঙ্গিত নেই।‘

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ