বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

টেকনাফ নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশেষ মেডিকেল ক্যাম্পেইন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান পিএসসির নের্তৃত্বে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সাবরাং নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। দুইজন মেডিকেল অফিসার দিয়ে পরিচালিত এ ক্যাম্পেইন শনিবার ২৭শে সেপ্টেম্বর সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে। এ সময় দূর দূরান্ত থেকে আসা রোগীদের আনাগোনা চোখে পড়ার মত।

এ মেডিকেল ক্যাম্পেইনে মোট ১৭৮ জন গরীব, অসহায় ও দুঃস্থ স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মেডিকেল ক্যাম্পেইনে আগত এলাকার অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী পরিবারের খোঁজখবর নেওয়ার পরবর্তী তাদেরকে আর্থিক সহযোগীতা প্রদান করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান পিএসসি।

এ সময় সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য আবুল ফয়েজ সহ প্রিন্ট, রেডিও ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সাবরাং ইউনিয়নের স্থানীয় জনসাধারণ বিজিবির এ মানবিক কার্যক্রমকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার জন্য বিজিবি এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সীমান্ত অঞ্চলে বিজিবির এ মহতী প্রয়াস স্থানীয় জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটাতে এবং তাদের মাঝে বিজিবির প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান পিএসসি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ