বলিউডে তারকাদের সম্পর্ক, প্রেম ও বিচ্ছেদের গল্প প্রায়ই শিরোনাম হয়। সেই তালিকায় সবচেয়ে আলোচিত ঘটনাগুলির একটি ছিল কারিনা কাপুর ও শহিদ কাপুরের ব্রেকআপ। একসময় তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। ‘ফিদা’ ও ‘জব উই মেট’-এ অন-স্ক্রিন রসায়নে দর্শকরা মুগ্ধ হলেও, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ ছবির শুটিং চলাকালীনই তারা আলাদা হয়ে যান। এরপর আর একসঙ্গে কাজ করতে রাজি হননি এই তারকা জুটি।
তবে বিচ্ছেদের পরও তাদের প্রেমঘন স্মৃতি নিয়ে তৈরি হয়েছিল একটি গান। সম্প্রতি খ্যাতনামা গীতিকার সমীর অঞ্জন এক পডকাস্টে এই তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, কারিনা-শহিদের ব্রেকআপের সময় ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ ছবির একটি গান লেখা বাকি ছিল। প্রযোজক বনি কাপুর তখন তাকে অনুরোধ করেন এমনভাবে গান লিখতে, যাতে মনে হয় এটি করিনা-শাহিদের প্রেমের গল্প।
এরপর হিমেশ রেশমিয়ার সুরে সমীর অঞ্জনের লেখা গান ‘কুছ তো বাকি হ্যায়, তেরে মেরে দরমিয়ান’ তৈরি হয়। গীতিকার বলেন, ‘এই গানটি কারিনা-শহিদের বাস্তব প্রেম ও বিচ্ছেদের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। আর সেটাই হয়তো দর্শকের মনে গভীর প্রভাব ফেলেছিল।’
গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এখনও বলিউড প্রেমগানের তালিকায় জায়গা করে নিয়েছে।