শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

সুমুদ ফ্লোটিলার নৌযান আটক, মুখ খুললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩ প্রদর্শন করেছেন

গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনাকে ‘সমুদ্র দস্যুতা’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

নিজ দলের একেপি (একে পার্টি)–এর সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এ হামলা প্রমাণ করে যে ‘গাজায় (ইসরাইল) গণহত্যার যন্ত্র তার অপরাধ ঢাকতে উন্মত্ত হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তির সামান্যতম সুযোগকেও সহ্য করতে পারেন না।

এরদোগান বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজার নৃশংসতা এবং ইসরাইলের হত্যাযজ্ঞের চেহারা উন্মোচিত করেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পরিত্যাগ করব না। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ চালিয়ে যাব।

প্রসঙ্গত, গাজা উপত্যকার দিকে যাত্রা করা ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়ে  ইসরাইলি নৌবাহিনী অন্তত ৩১৭ জন স্বেচ্ছাসেবীকে আটক করেছে। ইসরাইল জানিয়েছে, গাজাগামী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে।

আটক হওয়া কর্মীরা এসেছেন নানা দেশ থেকে—স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ