বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী জুহি চাওলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

নব্বই দশকের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলাকে এখন আর পর্দায় দেখা যায় না। একটা সময়  তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সিনেমায় না থেকেও তিনি এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। অথচ গত দুই বছরে তাকে কোনো নতুন সিনেমায় দেখা যায়নি।

তবু পর্দার বাইরে নীরবে গড়ে তুলেছেন বিপুল এক সাম্রাজ্য। গত এক বছরে যোগ করেছেন ৩ হাজার ১৯০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা। তার মোট সম্পদ এখন দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা।

একসময় বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে জুহি চাওলা ছিলেন অন্যতম। আজ তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীও।

সম্প্রতি হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ জানাচ্ছে, গত এক বছরে জুহির সম্পদ বেড়েছে ৬৯ শতাংশ। এর সুবাদে নারী তারকাদের মধ্যে ধনসম্পদের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন অভিনেত্রী।

সামগ্রিকভাবে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে তিনি আছেন দ্বিতীয় স্থানে। তার ওপরে আছেন কেবল বলিউড বাদশাহ শাহরুখ খান, যার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি রুপি। জুহির পরে অবস্থান করছেন হৃতিক রোশন ২,১৬০ কোটি, করণ জোহর ১,৮৮০ কোটি এবং অমিতাভ বচ্চন আছেন ১,৬৩০ কোটি রুপি।

আজকের দিনে জুহি চাওলা শুধু সাবেক সুপারস্টার নন, তিনি ভারতের সবচেয়ে সফল নারী বিনিয়োগকারী অভিনেত্রীও বটে। বলি গ্ল্যামার থেকে ব্যবসায়িক দূরদর্শিতা—দুই জগতে সমান দক্ষতায় নিজের অবস্থান শক্ত করে রেখেছেন তিনি। সিনেমায় না থেকেও যে সাফল্যের গল্প লেখা হয়েছে, তা জুহি চাওলা যেন তারই প্রমাণ। মাত্র এক বছরে বেড়েছে তিন হাজার ১৯০ কোটি রুপি। গত বছরও জুহির সম্পদ ছিল ৪ হাজার ৬০০ কোটি রুপি। সেখান থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে। এই আর্থিক সাফল্যের সুবাদে হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫–এর শীর্ষ ১০ স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জুহি চাওলা।

অভিনেত্রীর এ বিপুল সম্পদের মূল উৎস হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম আলোচিত দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দীর্ঘদিনের বন্ধু সহ–অভিনেতা বশাহরুখ খান এবং স্বামী জয় মেহতার সঙ্গে কেকেআরের সহমালিক তিনি। তাদের নিজ নিজ প্রতিষ্ঠান—রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও দ্য মেহতা গ্রুপের মাধ্যমে এ মালিকানা শেয়ার করে নেন তারা। ২০২৪ সালের আইপিএল শিরোপা জেতার পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালু হু হু করে বেড়েছে। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি অনুযায়ী, গোটা লিগের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১.৪৫ লাখ কোটি রুপিতে, যার মধ্যে কেকেআরের একক মূল্যই ১ হাজার ৯১৫ কোটি রুপি।

উল্লেখ্য, জুহি চাওলা ১৯৮৬ সালে ‘সালতানাত’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। তারপর থেকেই একে একে ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’–এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী। ২০১০ সালের দিকে ধীরে ধীরে সিনেমা থেকে দূরে সরে আসেন তিনি। বেছে নেন কেবল নির্বাচিত কিছু প্রকল্প। সর্বশেষ কাজ করেছেন নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ (২০২৩)–এ, যেখানে তার সহ–অভিনেতা ছিলেন ইরফান খানের ছেলে বাবিল খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ