বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

শাকিবের সিনেমার প্রি-প্রোডাকশনে আমির খান!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

আগামী ঈদুল ফিতরে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশ জমে উঠেছে। ছবির পোস্টারও প্রকাশ পেয়েছে ইতোমধ্যে। পোস্টারে দুহাতে অস্ত্র হাতে ঘিরে থাকা মানুষের মাঝে দেখা গেছে শাকিব খানকে, আর তা দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে পুরোদমে। সিনেমাটির অন্যতম চমক বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। সালমান খান, রণবীর কাপুরদের সিনেমায় কাজ করেছেন যিনি।

বুধবার (১ অক্টোবর) ‘প্রিন্স’ ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ একটি পোস্ট করেন। এতে তিনি জানান, অমিত রায়ের সঙ্গে প্রি-প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ওই পোস্টে অমিত রায়, আবু হায়াত, শিরিন সুলতানার দেখে মেলে।

এছাড়া এতে জায়গা করে নিতে দেখা যায় বলিউড অভিনেতা আমির খানকেও। মূলত শাকিবের নির্মিতব্য এই সিনেমায় আছেন বলিউডের চিত্রগ্রাহক। তাই ছবির প্রি-প্রোডাকশনের মিটিং চলছিল মুম্বাইয়ে আমির খানের সেটে। আর সেখানেই হাজির হন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা।

বিশেষ এই মুহূর্তগুলোর ছবি পোস্ট করে নির্মাতা আবু হায়াত মাহমুদ লেখেন- অমিত দাদার সেটে প্রি-প্রোডাকশনের মিটিং দারুণ হয়েছে। একই সঙ্গে সেট দ্রুত ঘুরেও দেখতে পারলাম। এমনকি আমির খানের সঙ্গেও দেখা হলো। দাদা এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

গুঞ্জন উঠেছে, ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করবেন। নির্মাতারা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ