বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

সিরিজ জয়ের মিশনে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অনেক কাঠখড় পুড়িয়ে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। সে জয়ের সুবাদে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেই সিরিজ নিশ্চিতের সুযোগ পাচ্ছেন জাকের আলীরা।

শারজাহতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে ক্লান্তি ও ফর্ম বিবেচনায় বাংলাদেশ দলে দু-একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

প্রথম ম্যাচে রান তাড়ায় ১০৯ রানের দুর্দান্ত জুটি গড়েন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। এছাড়া এশিয়া কাপে আলো ছড়ানো সাইফ হাসানকে আবারও তিন নম্বরেই দেখা যেতে পারে।

আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল দলের মিডল অর্ডার। সেখানে আজ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। অধিনায়ক জাকের আলীর পর পাঁচ নম্বর পজিশনে শামীম হোসেনের পরিবর্তে ফর্মে থাকা তাওহীদ হৃদয়কে অন্তর্ভুক্ত করা হতে পারে। আ সেই ম্যাচে নুরুল হাসান সোহান অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ায় একাদশে তার জায়গাও অনেকটাই নিশ্চিত।

স্পিন বিভাগে সাফল্যের কারণে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের জুটি ভাঙার কোনো সম্ভাবনা নেই। দুজনই আগের ম্যাচে কার্যকর বোলিং করেছেন।

তবে পেস বোলিং আক্রমণে আসতে পারে পরিবর্তন। টানা খেলার ধকল সামলাতে এবং বেঞ্চের শক্তি পরীক্ষার জন্য তাসকিন আহমেদকে আজ বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তার জায়গায় দলে ফিরতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের দলে থাকা অনেকটাই নিশ্চিত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), তাওহীদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ