বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

ভারতকে ‘ঘোল খাইয়ে ছাড়ার’ পুরস্কার পাচ্ছেন মহসিন নাকভি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

সদ্য সমাপ্ত এশিয়া কাপে কম নাটক করেনি ভারত। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত মেলাতে অনীহা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। আর টুর্নামেন্টের একেবারে শেষদিকে চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি গ্রহণ করেনি তারা। ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি, তার হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমার যাদবরা।

এদিকে ভারত নিয়ম মেনে যথাসময়ে ট্রফি গ্রহণ না করায় নাকভিও বেঁকে বসেন। ভারতকে এখনো এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করেনি এসিসি।

সিদ্ধান্তে অটল থাকাকে নিজেদের জন্য সম্মানের বিষয় দেখছে পাকিস্তান। তাই এমন কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে নাকভিকে। শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল পাচ্ছেন তিনি।

মূলত নৈতিক ও সাহসী পদক্ষেপের জন্য এই স্বীকৃতি দেওয়া হচ্ছে তাকে। নাকভিকে এই সম্মাননা জানানোর ঘোষণা দিয়েছেন সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল।

গুলাম আব্বাস জামাল মনে করেন এটা শুধু ক্রিকেটীয় ব্যাপার নয়, এর সঙ্গে পাকিস্তানের সার্বভৌমত্ব ও মর্যাদার সম্পর্ক আছে। তিনি বলেন, ‘এটা শুধু ক্রিকেটের ব্যাপার নয়। এটা মর্যাদা, সার্বভৌমত্ব ও চাপের কাছে মাথা নত না করার ব্যাপার।’

করাচিতে জমকালো আয়োজনে নাকভিকে এই স্বর্ণপদক দেওয়া হবে। তবে কবে দেওয়া হবে সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ