বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

রিয়েলিটি শো ঘিরে বিতর্ক, তবুও খুশি পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

পাকিস্তানি অভিনেত্রী ও টিভি উপস্থাপক আয়েশা ওমরের রিয়্যালিটি শো ‘লাজাওয়াল ইশক’-এর প্রথম পর্ব প্রকাশের পর অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি কিছু ব্যবহারকারী শো’টি নিষিদ্ধ করার দাবি তুলেছেন।

সমালোচনার প্রেক্ষিতে আয়েশা ওমর জানান, তার মায়ের মতামত তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, তার মা প্রথম পর্বটি ‘খুবই আকর্ষণীয় এবং ভিন্নধর্মী’ হিসেবে দেখেছেন। তিনি বলেন, তার মা আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন কিভাবে নতুন প্রজন্ম স্বাস্থ্যকর ও সমতাপূর্ণভাবে তাদের অনুভূতি, পছন্দ এবং মত প্রকাশ করছে।

‘আমার মায়ের কি প্রথম পর্বটি পছন্দ হয়েছে? বিলকুল! তার মতামত ও প্রতিক্রিয়া আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ,’ আয়েশা লিখেছেন। তিনি আরও উল্লেখ করেন, তার মা তার আইকনিক সিটকম ‘বুলবুলে’ পছন্দ করতে কয়েক বছর সময় নিয়েছিলেন।

আয়েশা ভক্তদের প্রথম পর্বটি ইউটিউবে দেখার এবং মতামত জানাতে আহ্বান করেছেন। এছাড়া, শুটিং চলাকালীন তার সহকর্মী নারীদের প্রতি তার সখ্যতা এবং ভালোবাসা প্রকাশ করেছেন।

যদিও আয়েশা উচ্ছ্বসিত, তবে শোটি সম্প্রচারের আগে এটি সমালোচনার মুখোমুখি হয়। টিজার প্রকাশের সময় অনেকে শোটি বয়কট করার ডাক দেন এবং এটিকে বিতর্কিত হিসেবে উল্লেখ করেন।

সমালোচনার প্রেক্ষিতে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) জানায়, যেহেতু ‘লাজাওয়াল ইশক’ শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হচ্ছে এবং লাইসেন্সপ্রাপ্ত টিভি চ্যানেলে নয়, তাই এটি সরাসরি PEMRA-এর নিয়ন্ত্রণে পড়ে না।

অনলাইন সমালোচনার মধ্যেও PEMRA-এর এই ব্যাখ্যা স্পষ্ট করেছে যে শোটি পাকিস্তানে চলা বন্ধ করার কোনো প্রয়োজন নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ