বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর আওতাধীন ৬০ ও ৬১ নং ওয়ার্ডকে ঢাকা-০৫ আসনে বহাল রাখার দাবীতে নাগরিক ঐক্য পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

ঢাকা মহানগরের ৬০ ও ৬১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, সুশীল সমাজ, ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও তরুণ সমাজের উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় ঢাকা প্রেস ক্লাবের সামনে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জোরালোভাবে দাবি জানান যে, ৬০ ও ৬১ নং ওয়ার্ডকে ঢাকা-০৫ আসনের অংশ হিসেবেই রাখতে হবে, কারণ এটি ঐতিহাসিক, প্রশাসনিক ও সামাজিকভাবে ঢাকা-০৫ আসনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। বক্তারা বলেন, এ দুটি ওয়ার্ডকে অন্য আসনে যুক্ত করার প্রস্তাব জনগণের স্বার্থবিরোধী ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করবে।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব বাদল সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন— ৪৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মুসলেউদ্দিন, ৪৯ নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক বাদল, ৪৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, জাহাঙ্গীর, ৫০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাকিল আহমেদ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক এ কে এম আলমগীর কবির, ৬৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মামুন আহমেদ খান।
মানববন্ধনে ৬০ ও ৬১ নং ওয়ার্ডেরজনগণ বলেন, প্রশাসনিক সুবিধা, উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে ৬০ ও ৬১ নং ওয়ার্ডকে ঢাকা-০৫ আসনেই রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে ৬০ ও ৬১ নং ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, তরুণ সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ