বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

সাবেক সভাপতি ফারুক বিসিবির নতুন সহ-সভাপতি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমে ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরে পরিচালকদের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ-সভাপতি পদ পেয়েছেন, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন আমিনুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাকে সভাপতি করা হয়। তবে নির্বাচনের মাধ্যমে ফারুক আহমেদ ফের বোর্ডে ফিরেছেন।

বিসিবির সর্বশেষ ভোটে দুজন সহসভাপতি ছিলেন ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন। তাদের মধ্যে ফাহিম এবার মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আর নাজমূল ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে একই বিভাগের পরিচালক হয়েছেন।

প্রসঙ্গত, সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। তামিম ইকবালসহ বেশ কয়েকজন হেভিওয়েট পরিচালক পদপ্রার্থী বিভিন্ন অভিযোগ তুলে এই নির্বাচন বয়কট করেছেন। এছাড়া নির্বাচনে ১৫টি বিতর্কিত ক্লাবের ভোটাধিকারের বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত উচ্চ আদালত ক্লাবগুলোর কাউন্সিলরশিপ বহালের নির্দেশ দিলে তারাও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ