বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী দলের সদস্যসহ আটক ২৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের সময় পাচারকারী দলের সদস্য ও সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবির অধীনে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারি বাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও শেরপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

মঙ্গলবার সকালে দেওয়া বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হলদীগ্রাম বিওপির  বিজিবির টহল দল চারটি সিএনজিতে থাকা ২৪ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. মজিবুর রহমান (২৫), শাহরিয়ার ইমন (২১), ওয়াহিদ (৩৮), মো. কুরবান আলী (৪৫), মো. মিঠুন আলী (২৭), জয়নুল হোসেন (৩০), ইব্রাহীম (৩৩), আখতারুল (২৯), মো. মাহাবুর (৪৭), মো. শাকিল (২৯), মো. তারিফ (২৭), মো. মামুন (৪০), আসমাউল (১৮), ইয়াকুব আলী (৩০) ও রাজশাহী জেলার তৌফিক ওমর (২৩), মো. আকবর (২৯), বিপ্লব হোসেন (১৯) এবং নাটোর জেলার মো. রতন আলী (৩৮)।

একই সময় আটক চার সিএনজিচালক হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ফারুক (৪০), ইমন (২০) ও সোলাইমান (৪০)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা মানবপাচারকারী চক্রের প্রদান হোতা মহিদুল ইসলামের (৩০) নাম প্রকাশ করেন। সে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের বাসিন্দা। প্রতিজন ৫ হাজার টাকা করে দালাল চক্রকে প্রদান করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এদের মধ্যে ১৮ জন রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে ভারতের চেন্নাই শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

এদিকে আটককৃত দুই মানবপাচারকারী হলেন- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মজনু মিয়া (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মিলন হক (৩৫)।

অভিযানে চারটি সিএনজি, ১৪টি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি হাতঘড়ি এবং নগদ ৫৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

আটক দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা করা হয়েছে। এছাড়া পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে আটক ১৮ বাংলাদেশি ও চার সিএনজি চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ