হামাসের নিরস্ত্রীকরণ শান্তিচুক্তির পূর্বশর্তগুলোর একটি কি না— সাংবদিকদের এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কিছু ‘‘রেড লাইন’’ আছে। যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হয়, তাহলে আমরা চুক্তি করব না।’
তিনি বলেন, ‘কিন্তু আমি মনে করি আমরা ভালোভাবেই এগোচ্ছি, এবং হামাস এমন কিছু বিষয়ে রাজি হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ট্রাম্প জানান, তিনি চুক্তি নিয়ে আশাবাদী, কারণ হামাস ও ইসরাইলের প্রতিনিধিদল তার প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতি নিয়ে মিশরে পরোক্ষ আলোচনা শুরু করেছে।
তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা একটা চুক্তি করতে যাচ্ছি। এটা বলা কঠিন, কারণ বহু বছর ধরে অনেকেই কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে,কিন্তু আমি মনে করি এবার তা সম্ভব।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা গাজা নিয়ে একটি চুক্তি করব—আমি প্রায় নিশ্চিত।’
এছাড়া ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিষয়ে একটি প্রতিবেদন প্রত্যাখান করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নেতানিয়াহুর সমালোচনা করেছেন। ট্রাম্প এই দাবি অস্বীকার করে বলেন, ‘নেতানিয়াহু চুক্তি নিয়ে খুবই ইতিবাচক।’