বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন দিতির মেয়ে

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। সাত মাস ধরে অসুস্থ এই অভিনেতা। ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে উদ্বেগের ছায়া।

তাই ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সহশিল্পীরা সবাই এক সুরে প্রার্থনা করছেন তার দ্রুত সুস্থতার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় দোয়া ও প্রার্থনার ঢল।

এদিকে এ খবরে ইলিয়াস কাঞ্চনের অনেক সুপারহিট সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী দিতির মেয়ে লামিয়া চৌধুরীও উদ্বেগ প্রকাশ করেছেন। ফেসবুকে এক স্ট্যাটাসে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন নায়িকা দিতির মেয়ে।

লামিয়া লিখেছেন- কাঞ্চন আঙ্কেলের অসুস্থতার খবরটা মাত্রই শুনলাম। তিনি একজন অসাধারণ মানুষ, সমাজের জন্য করেছেন অসংখ্য ভালো কাজ। বিশেষ করে সড়ক নিরাপত্তায় তার অবিরাম লড়াই অনুপ্রেরণার উদাহরণ। আল্লাহ যেন তার সব কষ্ট দূর করে তাকে পূর্ণ সুস্থতা দান করেন। আমিন।

দিতি নব্বইয়ের দশকে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে পর্দায় একসঙ্গে কাজ করতে করতে বাস্তব জীবনেও পরিণয়ে আবদ্ধ হন। কাঞ্চন-দিতি জুটি সেই সময় দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। পরে অবশ্য তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে ২০১৬ সালের ২০ মার্চ দিতির মৃত্যুর আগপর্যন্ত ভালো সম্পর্ক ছিল ইলিয়াস কাঞ্চনের সঙ্গে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ