শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

একসঙ্গে ২-৩টি পারফিউম ব্যবহার করলে যা হয়, জানালেন ফারিণ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩ প্রদর্শন করেছেন

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দা, ওটিটি সিরিজসহ প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে অভিনয় করে যাচ্ছেন। এ মুহূর্তে অভিনয়ে তেমন ব্যস্ততা নেই বললেও চলে। তবে বড়পর্দায় বেশ প্রশংসিত তিনি। সম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাসনিয়া ফারিণ। সেই অনুষ্ঠানে নিজের পারফিউম সম্পর্কে পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী।

এ সময় পারফিউম শোরুম উদ্বোধনে তাসনিয়া ফারিণের সঙ্গে ছিলেন অভিনেত্রী সাবিলা নূরও। উদ্বোধনী এ আয়োজনে তাসনিয়া ফারিণ বলেন, ‘আমি ভীষণ খুশি যে এ আয়োজনে অংশ হতে পেরেছি।’ এ সময় ফারিণের পাশাপাশি পারফিউম সম্পর্কে সাবিলা নূরও নিজের মত তুলে ধরেন।

পারফিউম ব্যবহার ও ধরনের বিষয়ে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন,  পারফিউম তো অনেক ধরনেরই আছে। রোল অন, স্প্রে, মিস্ট বা উড— সব ধরনেরই ব্যবহার করা হয়।

পারফিউমের প্রতি ভালোবাসা প্রকাশ করে তাসনিয়া ফারিণ বলেন, আমি সবসময় নিজের মুড ও ব্যক্তিত্ব অনুযায়ী পারফিউম বেছে নিই। কারণ পারফিউম শুধু ঘ্রাণ নয়, এটি এক ধরনের আত্মপ্রকাশও।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে লেয়ারিং করতে খুব পছন্দ করি। মানে শুধু একটা নয়, দুই-তিনটা পারফিউম একসঙ্গে ব্যবহার করলে ভিন্নরকম একটা ঘ্রাণ তৈরি হয়। একটা ফেড হয়ে গেলে অন্যটার সুগন্ধি টিকে থাকে— ‘ইটস অ্যাবাউট মিক্স অ্যান্ড ম্যাচ’ বলে জানান তাসনিয়া ফারিণ।

পারফিউম উপহার হিসেবে পেতেও ভালোবাসেন অভিনেত্রী। তিনি বলেন, একটা পারফিউম উপহার পাওয়া সত্যিই দারুণ লাগে। আমার মনে হয়, উপহার দেওয়া মানুষটার রুচি ও টেস্টও এতে বোঝা যায়। তাসনিয়া ফারিণ বলেন, অনেক সময় এমন হয়— গিফট হিসেবে পাওয়া কোনো পারফিউম এত ভালো লাগে যে, পরে নিজেই সেটি কিনে ব্যবহার করি। অন্যের পছন্দ থেকে নতুন ধারণাও পাওয়া যায়, যে সুগন্ধিটা আমাকে আরও মানিয়ে যাচ্ছে বলে জানান ফারিণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ