শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

দিল্লি টেস্টে জাদেজার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬ প্রদর্শন করেছেন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে রেকর্ড গড়েছেন রবীন্দ্র জাদেজা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে এক উইকেট শিকার করেই মাইলফলক অর্জন করলেন জাদেজা। ভারতের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট শিকারের তালিকায় তিনি হরভজন সিংয়ের রেকর্ড ভেঙে দিলেন।

ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় নাম রয়েছে অনিল কুম্বলের। ২০৪ ইনিংসে তিনি মোট ৪৭৬ উইকেট শিকার করেন। এরপর ৪৭৫ উইকেট শিকার করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার নাম। তিনি ৩৭৭ উইকেট শিকার করেছেন। হরভজন সিং দেশের মাটিতে মোট ৩৭৬ আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন।

দিল্লি টেস্টে রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে ব্য়াট করার সুযোগ পাননি। বল হাতে ৩ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে তিনি একটি উইকেট তুলে নেন।

আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা ব্য়াট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। সেই টেস্টে ব্যাট হাতে ১৭৬ বলে অপরাজিত থাকেন ১০৪ রানে। পাশাপাশি বল হাতে দ্বিতীয় ইনিংসে তিনি ১৩ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এই দুর্দান্ত পারফরম্য়ান্সের জন্য তাকে প্লেয়ার অব দ্য ম্য়াচের পুরস্কারও দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ