শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

তানভির-তানজিদের উন্নতি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৯ প্রদর্শন করেছেন

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দল হেরে গেলেও প্রত্যাশিত পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে স্পিনার তানভির ইসলাম ও পেস বোলার তানজিম হাসান সাকিবের।

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন সাকিব। ২৭ ধাপ এগিয়ে ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭তম অবস্থানে আছেন তানভির। এছাড়া ৪ ধাপ এগিয়েছেন মেহেদি মিরাজ। তার অবস্থান এখন ২৪তম।

বোলারদের মধ্যে অবনতি হয়েছে দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। ১১ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন তাসকিন। সমান ১১ ধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমানও। ৪৬৮ রেটিং নিয়ে তার অবস্থান এখন ৫৬তম।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে র‍্যাংকিংয়ে সেরা অবস্থানে আছেন তাওহিদ হৃদয়—ব্যাটিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন ৪২তম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ