মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার গভীর ‘ঘৃণা’ই ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) এক নৈশভোজে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভেবেছিলাম আমরা একটা চুক্তিতে পৌঁছেছি। দুই নেতার (পুতিন ও জেলেনস্কি) মধ্যে ঘৃণাটা অনেক বেশি, এবং সেটাই বড় বাধা—এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
তিনি বলেন, ‘আমি সত্যিই ভেবেছিলাম দুই মাস আগে একটা সমাধান হয়ে গেছে। ভাবা যায়? আমি মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করেছি, অথচ এই দুজনকে বোঝাতে পারছি না! তবে আমি বিশ্বাস করি, আমরা এটা পারব।’
ট্রাম্প জানান, এই যুদ্ধ তিনি এক সপ্তাহের মধ্যেই শেষ করতে পারতেন। কিন্তু এখন সেটা চতুর্থ বছরে গড়িয়েছে।
রুশ প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এটা পুতিনের ভাবমূর্তিকে ভালো দেখায় না। আমরা শুধু চাই পুতিন এই যুদ্ধ থামান। ইউক্রেনীয়দের হত্যা বন্ধ করুন, রাশিয়ানদের মৃত্যু বন্ধ করুন। আবার বলছি, এটা তাকে ভালো দেখায় না। এটা এমন এক যুদ্ধ, যা তিনি এক সপ্তাহে জিততে পারতেন, কিন্তু এখন সেটা চতুর্থ বছরে গড়িয়েছে।’
তথ্যসূত্র: এনডিটিভি