সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

মুনাফা করেও লভ্যাংশ দেয়নি লংকাবাংলা ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

শাস্তির মুখে পড়ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স। শেয়ারহোল্ডারদের বঞ্চিত করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর নতুন আইন অনুযায়ী অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

এদিকে ২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

জানা যায়, লংকাবাংলা ফাইন্যান্সের ২০২৪ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ০.৫১ টাকা হিসাবে ২৭ কোটি ৪৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে মুনাফার শতভাগ সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে।

জানা যায়, লংকাবাংলা ফাইন্যান্সের ২০২৪ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ০.৫১ টাকা হিসাবে ২৭ কোটি ৪৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে মুনাফার শতভাগ সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ২৭ কোটি ৪৮ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ২ কোটি ৭৫ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে লংকাবাংলা ফাইন্যান্সকে।

মুনাফা অর্জনের পরও ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্তে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এতে করে বাজারে কোম্পানিটির প্রতি আস্থা হ্রাস পেতে পারে এবং এর প্রভাব শেয়ার দরে পড়তে পারে।

উল্লেখ্য লংকাবাংলা ফাইন্যান্সের বর্তমানে ৫৩৮ কোটি ৮৪ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৬.৪৫ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ