শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

যে কারণে বিয়ে নিয়ে ‘ভীত’ ইধিকা পাল

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২১ প্রদর্শন করেছেন

বলিউড কিংবা টালিউডের অভিনেতা-অভিনেত্রীরা এখন সম্পর্কে জড়িয়ে পড়ার কয়েক বছরের মধ্যেই সাত পাকে বাঁধা পড়েন। সামান্য জনপ্রিয় হলেই সম্পর্ক জড়িয়ে খবর সামনে চলে আসে। আর এতেই সিনেমাপ্রেমী দর্শকরাও অপেক্ষায় থাকেন— কখন তাদের পছন্দের অভিনেতা-অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু এদিক থেকে ব্যতিক্রম টালিউড অভিনেত্রী ইধিকা পাল। ঠিক নায়ক দেবের মতোই একই রকম কথা শোনালেন অভিনেত্রী।তার কণ্ঠে কিছুটা দায়িত্ববোধ নিয়ে ভীতির সুরও পাওয়া গেছে।

‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ সিনেমার মাধ্যমে ইধিকা পাল এ মুহূর্তে টালিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। খুব স্বাভাবিকভাবেই তিনি কারও সঙ্গে প্রেম করছেন কিনা অথবা কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে জল্পনা-কল্পনা থাকবেই। আর এ মুহূর্তে টালিউডের মোস্ট ব্যাচেলার অভিনেতা হলেন দেব।

রুক্মিনীর সঙ্গে কবে দেব বিয়ের পিঁড়িতে বসবেন, তা নিয়ে জোর জল্পনা-কল্পনা চলে সব মহলে। তবে অভিনেতা বলেন, বিয়ে মানেই দায়িত্ব, তাই যতক্ষণ না তিনি দায়িত্ব সামলানোর মতো অবস্থায় পৌঁছাবেন, ততক্ষণ বিয়ের পিঁড়িতে বসবেন না।

সম্প্রতি সামাজিক মাধ্যম Incoda Tv নামক একটি ফেসবুক পেজের তরফ থেকে ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী ইধিকা পালকে প্রশ্ন করা হয়েছে— তিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন? সাংবাদিকের

এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, এ মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই প্রচুর দায়িত্ব, তাই এখন বিয়ে করার কোনো পরিকল্পনা নেই আমার। সেই চিন্তাভাবনা এখন অনেক দূর।

ইধিকা পাল বলেন, আগামী ১০ বছরে আমি অনেক অনেক কাজ করতে চাই। একজন ভীষণ ব্যস্ত অভিনেত্রী হতে চাই, যার সারাটা বছর কাজ নিয়ে কেটে যাবে। এখন আমার মূল উদ্দেশ্য নিজের কাজে ফোকাস করা। এ ছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে এখন চিন্তা করার সময় নেই।

উল্লেখ্য, অভিনেত্রী ইধিকা পাল টালিউডে প্রথম অভিষেক হয় দেবের সঙ্গে। তবে শুধু দেব নয়, সব কিছু ঠিক থাকলে সোহমের বিপরীতেই প্রথম অভিনয় করার কথা ছিল ইধিকার। যদিও কিছু সমস্যা থাকার কারণে সেই সিনেমা মুক্তি পায় না। তাই দেবের বিপরীতে প্রথম অভিনয় করার সুযোগ পান এ অভিনেত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ