গত ১৬/১০/২০২৫ খ্রি. রাত অনুমান ২৩:০৫ ঘটিকায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ ০৩নং ওয়ার্ডের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক মাদক ব্যবসায়ীর বসত বাড়ীর আঙ্গিনা থেকে ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) পিচ ইয়াবা উদ্ধার করা হয় ।
পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পলাতক আসামীঃ-
১। ইভান উদ্দিন প্রকাশ গুরাইয়া(২৪), পিতা- মৃত সৈয়দ হোছন, মাতা- তাসমিন বেগম প্রকাশ বাচু, স্থায়ী সাং- ফুলের ডেইল, ০৩নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার জেলা।
২। সাইফুল ইসলাম প্রঃ মাথা ভুট্টুয়া সাইফুল (২৮), পিতা- আবুল হাশেম প্রঃ হাছিম, সাং- জাদির পাহাড়, ফুলের ডেইল, পুরাতন বাজার, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার জেলা ।