শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

বিশ্বকাপ খেলতে ঢাকায় আসছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮ প্রদর্শন করেছেন

প্রায় ২০ বছর এশিয়ান গেমসে পদকশূন্য পুরুষ কাবাডি দল। মেয়েরা পদকবঞ্চিত ১১ বছর ধরে। ঘরোয়া কাবাডিতে অর্থের অভাব নেই। কিন্তু আন্তর্জাতিক আসর থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। মেয়েদের বিশ্বকাপ কাবাডির আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘কাবাডির উন্নতি দৃশ্যমান। আপনারা নিজের চোখেই দেখছেন। দেশজুড়ে চলছে জাতীয় কাবাডি। মেয়েদের বিশ্বকাপ কাবাডি হবে।’

গত আগস্টে ভারতে হওয়ার কথা ছিল বিশ্বকাপ। কিন্তু সেখানে বিশ্ব কাবাডি ফেডারেশন ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের দুই গ্রুপের দ্বন্দ্বে তা আর সম্ভব হয়নি। এরপর বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৫-২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ১৪ দেশের বিশ্বকাপ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার। স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে পাকিস্তান ও পোল্যান্ডকে।

মেয়েদের কাবাডি বিশ্বকাপের বাজেট ১০ কোটি ৪৪ লাখ টাকা। সরকারের কাছ থেকে পাঁচ কোটি টাকা পাওয়া যাবে। বাকি টাকা স্পন্সর থেকে জোগাড়ের চেষ্টা করছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ