ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব আলি লারিজানি বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির বার্তা পৌঁছে দেন।
শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই বৈঠকে লারিজানি ও পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করেন।
এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন ইরান ও রাশিয়ার মধ্যে গত ১৬ জানুয়ারি মস্কোয় দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরিত ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ কার্যকর হয়েছে দুই সপ্তাহ আগে।
চুক্তির কার্যকর হওয়া দুই দেশের নেতাদের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে—যার লক্ষ্য পারস্পরিক সম্মান, প্রতিবেশীসুলভ সম্পর্ক ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সব ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করা এবং সহযোগিতা জোরদার করা।