সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

যে কারণে নাম পরির্বতন করেন এআর রহমান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

অস্কারজয়ী সংগীতব্যক্তিত্ব এ আর রহমান তার পেশাগত জীবনের পাশাপাশি মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে নিজের আধ্যাত্মিক বিশ্বাস নিয়েও কথা বলেন। তিনি ধর্মীয় বিশ্বাসের ওপর বিশেষভাবে ভরসা রাখা শুরু করেন তার বাবার মৃত্যুর পর থেকেই।

সেই সময় প্রিয়জনকে হারিয়ে জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমনকি আজ বিশ্বজুড়ে যে নামে তাকে চেনেন সবাই, সেই নামও তিনি গ্রহণ করছিলেন সেই সময়েই বলে জানান এ সংগীত সুরকার।

এআর রহমান বলেন, সত্যি বলতে আমি কখনোই আমার প্রথম নাম নিয়ে খুশি ছিলাম না। তাই আমাকে যখন নাম পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়, তখন আমার মা আমাকে বলেন— আবদুল না রেখে আল্লা রাখা রহমান রাখতে পারো। আমার যদিও শুরু থেকেই রহমান নামটি পছন্দ হয়েছিল, আর এই আল্লারাখার অর্থ হলো— ঈশ্বরের মাধ্যমে সুরক্ষিত। এ সময় আমি এবং আমার পরিবার ইসলাম ধর্মে দীক্ষিত হই।

জীবনে এই আমূল পরিবর্তন কীভাবে এসেছিল তা নিয়ে বলতে গিয়ে এআর রহমান বলেন, বাবার মৃত্যুর পরই আমার জীবনে ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন আসে। আমি এবং আমার পরিবার একজন হিন্দু জ্যোতিষকে দেখিয়েছিলাম। এরপরই আমরা ইসলামধর্মে দীক্ষিত হয়েছিলাম। তিনিই আমার নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন এবং আমাকে দুটি নামের মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন। সেই নাম দুটি ছিল— আবদুল রহমান ও আবদুল রহিম।

উল্লেখ্য, সংগীতশিল্পী এআর রহমান এ মুহূর্তে নিজের আগামী লাইভ অনুষ্ঠান নিয়ে মহড়া ও বিভিন্ন প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বারানসিতে সংগীত পরিচালকের আগামী অনুষ্ঠান হতে যাচ্ছে। এই শহরের ইতিহাস নিয়ে তিনি খুবই আগ্রহী তিনি। এর আগে এই একই স্থানে অনুষ্ঠানের সুযোগ হাতছাড়া হয়েছিল তার। তাই এবার আর কোনো রকমেই সুযোগটি হাতছাড়া করতে চান না বলে জানান এআর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ