সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

৫০০তম ম্যাচ খেলতে নামছেন রোহিত, সামনে ১ বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রবিবার পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রোহিতের সঙ্গে জুড়ে গেল এক ঐতিহাসিক মাইলফলক। এদিনই হবে তার ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ।

৩৮ বছর বয়সী রোহিতের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালের জুনে, আয়ারল্যান্ডে ভারতের হয়ে ওয়ানডে অভিষেকের মাধ্যমে। প্রায় ১৮ বছর পর এসে সেই যাত্রার আরেক অধ্যায় যুক্ত হচ্ছে।

রোহিত বিশ্বের ১১তম ক্রিকেটার হবেন যিনি ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ভারতীয়দের মধ্যে তার আগে এই কীর্তি গড়েছেন শচীন টেন্ডুলকার (৬৬৪), বিরাট কোহলি (৫৫০), মহেন্দ্র সিং ধোনি (৫৩৮) ও রাহুল দ্রাবিড় (৫০৯)।

এ পর্যন্ত ৪৯৯ ম্যাচে রোহিতের ব্যাটে এসেছে ১৯ হাজার ৭০০ রান। গড় ৪২.১৮। শতক ৪৯টি, অর্ধশতক ১০৮টি। তার সর্বোচ্চ ইনিংস ২৬৪ রান, যা এখনো ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

রোহিতের ওয়ানডে ক্যারিয়ার এখন ভারতের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম। শচীন টেন্ডুলকারের ২২ বছর ৯১ দিনের ক্যারিয়ারের পরই আছেন রোহিত, যার ওয়ানডে যাত্রা এখন ১৮ বছরের বেশি সময়ের।

অস্ট্রেলিয়ার মাটিতেও রোহিতের আছে একের পর এক রেকর্ড। এখন পর্যন্ত তিনি ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন ওয়ানডেতে। আরও মাত্র ১০ রান করলেই হবেন পঞ্চম বিদেশি ব্যাটার যিনি অস্ট্রেলিয়ার মাটিতে ১০০০ ওয়ানডে রান পূর্ণ করবেন। তার চারটি সেঞ্চুরি এই তালিকায় সবচেয়ে বেশি।

আরও এক রেকর্ড হাতছানি দিচ্ছে ‘হিটম্যান’-এর সামনে। মাত্র ৮টি ছক্কা মারলেই তিনি ভেঙে ফেলবেন শহীদ আফ্রিদির ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। একই সঙ্গে তিনিই হবেন সব ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ছক্কা মারা ক্রিকেটার।

রোহিত এখন মাত্র ৩০০ রান দূরে আছেন ২০ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক থেকে। এই কীর্তি ভারতের হয়ে এখন পর্যন্ত ছুঁয়েছেন শুধু শচীন, কোহলি ও দ্রাবিড়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ