শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

তাহসানের সংগীতজীবনের শেষ গান প্রকাশ্যে এলো

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান অভিনয়কে বিদায় জানিয়েছেন বছর কয়েক আগেই। সম্প্রতি সংগীতকেও বিদায় জানিয়েছেন তিনি। সেই সময় তাহসান জানিয়েছিলেন— আর গান করবেন না। অবসরে যাচ্ছেন তিনি। সামনের সময়টা কেবল নিজের মতো করে থাকতে চান তিনি।

সেই সময় এক সাক্ষাৎকারে তাহসান আরও বলেছিলেন, ‘তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটি হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ—আর কোনো নতুন গান প্রকাশ করব না। এই ছিল তাহসান খানের শেষ বক্তব্য। যেমন কথা, ঠিক তেমন কাজ। তাহসান শেষ গান প্রকাশ করলেন।

শনিবার (১৮ অক্টোবর) তাহসানের জন্মদিনে প্রকাশ পেয়েছে তার শেষ গানটি। ‘প্রাকৃতিক’ শিরোনামের এ গানটি তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে।

এর আগে ২০০৩ সালে প্রকাশিত ব্যান্ড ব্ল্যাকের জনপ্রিয় অ্যালবাম ‘উৎসবের পর’-এ প্রথমবার শোনা গিয়েছিল সেই ‘প্রাকৃতিক’ শিরোনামের গানটি। সেই সময় এ গানটির গায়ক ছিলেন জন কবির ও তাহসান খান। শ্রোতাদের কাছে গানটি ছিল তরুণ প্রজন্মের আবেগের প্রতীক, বিশ্ববিদ্যালয়ের প্রেম, বিচ্ছেদ আর স্মৃতির গানের মতো এক মৃদু হাওয়া। আজ ২২ বছর পর সেই গানই ফিরল নতুন সংগীতায়োজনে, এক নতুন রূপে এবং এক পুরোনো হৃদয়ের কণ্ঠে শেষ গান হয়ে।

তবে গানটি এবার তাহসান খান এককভাবে গেয়েছেন। গানটির কথা ও সুর অপরিবর্তিত রাখা হয়েছে। তবে সংগীতায়োজনে যুক্ত হয়েছে সময়োপযোগী যন্ত্রসংগীত ও সমৃদ্ধ সাউন্ড ডিজাইন। পোরসেলিনার ব্যানারে এটি প্রকাশিত হয়েছে— পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট-এর শেষ গান হিসেবে। এই প্রকল্পের মাধ্যমে তাহসানের গাওয়া জনপ্রিয় কিছু গানকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ