বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আলোচিত অভিনেত্রী পরীমনিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিগুলো ‘বিশ্বসুন্দরী’ সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের। যে গানে পরীমনিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে জানিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
সামাজিক মাধ্যম ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুই কি আমার হবি রে’— এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের একটি গান। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল। তার দেওয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উসকে দিল। গানটির ভিউ ১২৬ মিলিয়নের বেশি বলে জানান এ সংগীতশিল্পী।
‘বিশ্বসুন্দরী’ সিনেমায় ব্যবহৃত হওয়া ‘তুই কি আমার হবি রে’ গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ সংগীতশিল্পী। সেই গানটি যৌথভাবে গেয়েছেন ইমরান ও কনা। গানটির ভিডিওতে পরীমনির সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা সিয়াম আহমেদ।
গানের কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমনি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিলেন সিনেমাপ্রেমী দর্শকরা। বিশেষ করে গানটিতে পরীমনির সাজ ও লুক ছিল নজরকাড়া।