মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

টেকনাফে বিজিবি বিশেষ অভিযান অস্ত্র-বুলেটসহ মানব পাচারকারী চক্রের সদস্য আটক ৬জন ভিকটিম উদ্ধার।

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৩ প্রদর্শন করেছেন

‎টেকনাফে বিজিবি বিশেষ অভিয

‎কক্সবাজারে টেকনাফে গত ৩দিনধরে পাহাড়ে কতিপয় ভিকটিম বন্দি করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে ২১অক্টোবর ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় বিজিবির কয়েকটি বিশেষ টহল দল টেকনাফ সদর ইউপির রাজারছড়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারী ও ডাকাত চক্রের সদস্য রাজারছড়ার মোহাম্মদ হোছনের পুত্র মোঃ রুবেল (২০) কে ৪টি দেশীয় অস্ত্র ও বুলেটসহ আটক করা হলেও অন্য সহযোগীরা পালিয়ে যায়। এরপর মানব পাচারকারী চক্রের আস্তানায় বন্দি থাকা টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার জিয়াবুল হোসেনের পুত্র রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মোঃ সুলতানের পুত্র শাহরিয়াজ ইমন (১৯) উখিয়া জালিয়াপালং মনখালি ৯নং ওয়ার্ডের রফিকের পুত্র মোঃ ফয়সাল (১৭), উখিয়া মনখালির মোঃ ইলিয়াসের পুত্র মোঃ এহসান (১৬), উখিয়া বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর পুত্র নজিম উল্লাহ (১২),একই ক্যাম্পের জাফর আলমের পুত্র শহিদুল আমিন (১৫) কে উদ্ধার করা হয়।

‎ভিকটিমেরা জানায়, রাজমিস্ত্রীর কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে ডেকে নিয়ে আটক করা হয়। পরে মালয়েশিয়া পাঠানোর কথা বলে গত ৩দিন ধরে তাদের বন্দী করে রাখা হয়েছিল। এ সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

‎টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রেঃ কর্ণেল মোঃ আশিকুর রহমান (পিএসসি) জানান, আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ