বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

মাশরাফি-সাকিবের রেকর্ড ভেঙে রিশাদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে মিরপুরের স্পিন স্বর্গে রান তুলতে বেশ কষ্ট হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের।

জাতীয় দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা যেখান রান তুলতে হিমশিম খাচ্ছেন; সেখানে রীতিমতো তাণ্ডব চালালেন স্পিনার রিশাদ হোসেন।

৯ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে মাত্র ১৪ বলে তিন চার আর তিনটি ছক্কার সাহায্যে ২৭৮ স্ট্রাইকরেটে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন রিশাদ। যা বাংলাদেশের হয়ে ওয়ানডেতে রেকর্ড।

দেশের হয়ে অন্তত ১০ বল খেলা ইনিংসে রিশাদই সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এত দিন রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের।

২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১৬ বলে ২৭৫ স্ট্রাইক রেটে ২৭৫ রান করেছিলেন মাশরাফি। আর ২০১৪ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সাকিবও ১৬ বলে ২৭৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৪৪ রান।

মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে বাংলাদেশ। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ১৪ বলে তিন ছক্কা আর তিন চারের সাহায্যে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন স্পিনার রিশাদ হোসেন।

৮৯ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার সৌম্য সরকার। ৫৮ বলে এক বাউন্ডারিতে ৩২ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ২৪ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ২৩ রান করেন নুরুল হাসান সোহান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ