মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

৯ বছর পর ম্যানইউ’র অ্যানফিল্ড জয়

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

৭৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কোডি গাকপো ফেরান লিভারপুলের আশা। তবে বাগড়া দেন হ্যারি মাগুয়ের। দীর্ঘ নয় বছর পর তাতেই অ্যানফিল্ডে ভুলে যাওয়া জয়ের স্বাদ পায় রেড ডেভিলরা।

রোববার অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউর কাছে ২-১ গোলে হরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের এটি টানা চতুর্থ হার।

ব্রায়ান এমবেউমোর গোলে শুরুতে পিছিয়ে পড়া লিভারপুলকে ৭৮ মিনিটে সমতায় ফিরিয়েছিলেন কোডি গাকপো। কিন্তু ৮৪ মিনিটে হ্যারি ম্যাগুয়ারের গোলে শেষ হাসি হাসে ম্যানইউ।

এদিকে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ১১ ম্যাচের সবকটিই জিতেছে বায়ার্ন মিউনিখ। ১১ ম্যাচে হ্যারি কেইন একাই করেছেন ১৯ গোল। এর মধ্যে বুন্দেসলিগায় সাত ম্যাচে তার গোল ১২টি। আগুনে ফর্মে থাকা ইংলিশ ফরোয়ার্ড জ্বলে উঠলেন আবারও।

শনিবার রাতে দলকে জেতানোর পথে ক্লাব ফুটবলে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন কেইন। বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে শুরুতে দলকে এগিয়ে দিয়ে মাইলফলকটি স্পর্শ করেন কেইন। ২২ মিনিটে হেডে গোলটি করেন তিনি।

বায়ার্ন মিউনিখের জার্সিতে এ নিয়ে কেইনের গোল হলো ১০৪টি। ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল তিনি করেছেন টটেনহামের হয়ে, ২৮০টি। এছাড়া লেস্টার সিটির হয়ে দুটি, মিলওয়ালের হয়ে নয়টি এবং লেটন ওরিয়েন্টের হয়ে পাঁচটি গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক।

ডর্টমুন্ডের বিপক্ষে ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। এই জয়ে সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বায়ার্ন। ১৪ পয়েন্ট নিয়ে চারে ডর্টমুন্ড। এদিকে তোরিনোর কাছে নাপোলির হারের সুযোগ কাজে লাগিয়ে সেরি-এ লিগের শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। গত পরশু রাতে তারা ১-০ গোলে হারিয়েছে রোমাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ