বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

৯ বলের সুপার ওভার, পাঁচ বলে ৫ রান করতে পারেনি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে সহজ সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।

টার্গেট তাড়া করতে নেমে রুদ্বশ্বাস লড়াইয়ে ৯ উইকেট হারিয়ে ২১৩ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। তখন ম্যাচ টাই হয়। খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে আগে ব্যাট করে এক উইকেট হারিয়ে ১০ রান করে উইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ৬ বলে ১১ রান।

সুপার ওভারের প্রথম ডেলিভারিটি ওয়াইড দেন ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন। পরের ডেলিভারিতে বাংলাদেশ নেয় ২ রান। কিন্তু সেই বলটি নো ডাকেন আম্পায়ার। ফ্রি হিটের বলে  সৌম্য সরকার ১ রানের বেশি করতে পারেননি।

তার মানে এক বলে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ রান।

জয়ের জন্য ৫ বলে করতে হতো মাত্র ৬ রান। এই পাঁচ বলের মধ্যে একটি ওয়াড বল করেন আকিল হোসেন। তার মানে ৫ বলে করতে হতো ৫ রান। এই পাঁচ রান করতে গিয়ে বাংলাদেশ এক উইকেট হারিয়ে ৩ রানের বেশি করতে পারেনি।

৯ বলের সুপার ওভারে অতিরিক্ত (২ ওয়াইড, ১ নো বল, ১ লেগ বাই) ৪ রান খরচ করে উইন্ডিজ। বাংলাদেশ এমন সুবর্ণ সুযোগ পেয়েও স্নায়ু চাপে পড়ে ম্যাচ হারে টাইগাররা।

সুপার ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশ ৯ রান তুলতে সক্ষম হয়। মাত্র ১ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে উইন্ডিজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ