শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

সিরিজ জয়ের মিশনে যাদের নিয়ে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪ প্রদর্শন করেছেন

জমে উঠেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ যারা জিতবে তারাই পাবে ট্রফি। আগের দুটিতে একটিতে জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল, অন্যটি হেরেছে। সবশেষ ম্যাচটি আজ দুপুর ১.৩০টায় মাঠে গড়াবে।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে জয় পেয়েছে। সিরিজ ১-১ সমতায় রয়েছে। আজ অলিখিত ফাইনাল। শিরোপা নির্ধারণের ম্যাচটিতে পরিবর্তন আনতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট।

মিরপুরের স্লো-লো ও টার্নিং পিচে বাংলাদেশের বোলিং বিভাগে পরিবর্তনের তেমন সুযোগ নেই। চার স্পিনার মেহেদী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদের সঙ্গে একাদশে থাকতে পারে পেসার মোস্তাফিজুর রহমান।

তবে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সৌম্য সরকার। লোয়ার মিডল অর্ডারে জাকের আলীকে নেওয়ার সুযোগ আছে। যদিও ওই সম্ভাবনা জোরালো নয়।

ওয়েস্ট ইন্ডিজও বোলিং বিভাগ অপরিবর্তিত রাখতে পারে। তবে তাদের একাদশেও ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কেননা, আজ যারা জিতবে তাদের হাতেই উঠবে সিরিজের শিরোপা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান/সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান/জাকির হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ