শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

এমা স্টোনের ‘বাগোনিয়া’ দেখতে ন্যাড়া হতে হবে দর্শকদের?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

লস অ্যাঞ্জেলেসে সোমবার রাতে অদ্ভুত এক শর্তে অনুষ্ঠিত হলো এমা স্টোন অভিনীত সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম বাগোনিয়া–এর বিশেষ প্রদর্শনী। তবে সেখানে প্রবেশাধিকার পেলেন কেবল টাক মাথার দর্শকরাই।

চলচ্চিত্রটির পরিবেশক ফোকাস ফিচারস ঘোষণা দেয়, যারা সিনেমাটি আগেভাগে দেখতে চান, তাদের মাথা ন্যাড়া হতে হবে। এতে অংশ নেন অসংখ্য ভক্ত, যারা প্রিয় তারকা এমা স্টোন ও পরিচালক ইয়োরগোস ল্যান্থিমোসের নতুন কাজটি দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি।

অস্কারজয়ী এমা স্টোন ও গ্রিক নির্মাতা ইয়োরগোস ল্যান্থিমোস এর আগেও একসঙ্গে কাজ করেছেন পুওর থিংস এবং দ্য ফেভারিট–এর মতো প্রশংসিত চলচ্চিত্রে। এবার তারা ফিরেছেন নতুন চলচ্চিত্র বাগোনিয়া নিয়ে, যা আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের সীমিত কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং ৩১ অক্টোবর সারাদেশে প্রদর্শিত হবে।

বাগোনিয়া ছবিতে এমা স্টোন অভিনয় করেছেন এক প্রভাবশালী ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী মিশেল ফুলারের চরিত্রে, যাকে অপহরণ করে দুই ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী চাচাতো ভাই। তারা মনে করে, ফুলার আসলে একজন ভিনগ্রহবাসী—আর সেই কারণেই ছবিতে তার মাথা ন্যাড়া করে ফেলা হয়।

প্রদর্শনীর স্থানে রাখা হয়েছিল একটি অস্থায়ী নরসুন্দর ঘর। সেখানে দাঁড়িয়েই মাথা মুড়িয়ে সিনেমা হলে প্রবেশ করেন দর্শকরা।

লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা স্যাম শারম্যান বলেন, আমি আগেই ভাবছিলাম মাথা কামাবো। পরে যখন দেখি ‘বাগোনিয়া’ দেখতে গেলে টাক হতে হবে, তখন ভাবলাম—এক ঢিলে দুই পাখি। আগেভাগে সিনেমা দেখাও হলো, আবার ফ্রি হেয়ারকাটও পেলাম!

একই শহরের ২৯ বছর বয়সী ম্যাথিউ লোপেজ বলেন, এটা যেন এক ধরনের ইমার্সিভ অভিজ্ঞতা। এমা স্টোন যেমনটা করেছেন, আমিও তাই করলাম। এতে গল্পের সঙ্গে এক ধরনের সংযোগ তৈরি হলো।

আরেক দর্শক ৩৬ বছর বয়সী রিচার্ড চং হাসতে হাসতে বলেন, আমি ল্যান্থিমোসের সিনেমার বড় ভক্ত। আমার বন্ধুরা আমার বোল কাট চুল একদম পছন্দ করত না, আমার স্ত্রীও না। তাই ভাবলাম—এই সুযোগে সবাইকে খুশি করি!

অদ্ভুত এই প্রচারণা কার্যক্রম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন, বাগোনিয়া মুক্তির আগেই এটি যেন দর্শকদের মাথা ঘুরিয়ে দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ