এশিয়া কাপে কত কাণ্ড হলো। হ্যান্ডশেক বিতর্ক, গানশট উদযাপন, ৬-০ দেখানো থেকে শুরু করে ট্রফি বিতর্ক। তিন ম্যাচে পাকিস্তান আর ভারত মিলে কম বিতর্কের জন্ম দেয়নি।
সেই এশিয়া কাপ শেষ হয়েছে তিন সপ্তাহও হয়নি। এরই মধ্যে ভারত পাকিস্তান নারী ওয়ানডে বিশ্বকাপেও খেলেছে একে অপরের বিপক্ষে।
দেশ দুটো আবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে। আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কুয়াং রোডের রিক্রিয়েশন গ্রাউন্ডে আবার দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
ছয় দলীয় টুর্নামেন্ট হংকং সিক্সেজে একই গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। তিনদিনের ইভেন্টে মোট ১২টি দল অংশ নেবে।
এ তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, সংযুক্ত আরব আমিরত, পাকিস্তান, কুয়েত, শ্রীলংকা, বাংলাদেশ ও হংকং। ৭ থেকে ৯ নভেম্বর চলবে টুর্নামেন্ট।