রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

এবার ‘ইহুদি লবি’ ও নেতানিয়াহুকে ধুয়ে দিলেন মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

যুক্তরাষ্ট্র-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপেক নামের শক্তিশালী ইসরাইলি লবি ও ইসরাইলের কট্টরপন্থি সরকারের তীব্র সমালোচনা করেছেন আলোচিত মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বলেছেন, ইহুদিবাদীদের লবি বিলিয়নিয়ারদের অর্থে পরিচালিত হয়ে আমেরিকার প্রগতিশীলদের কণ্ঠরোধ করছে ও বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে।

একই সঙ্গে, বিশ্ব ইহুদি লবিকে ‘অতিধনী অলিগার্কি’ হিসেবে বর্ণনা করেছেন আলোচিত এই মার্কিন সিনেটর। তার মতে, এই লবি মার্কিন জনগণের স্বার্থ নষ্ট করছে।

বার্নি স্যান্ডার্স সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তার ভাষায়, আইপেকের বিশেষত্ব হলো—এটি মূলত বিলিয়নিয়ারদের এক অলিগার্কি, যারা বর্তমান অবস্থা টিকিয়ে রাখতে লড়াই করছে।’

ইহুদি বংশোদ্ভূত ও মার্কিন সিনেটের বহুল আলোচিত রাজনীতিক স্যান্ডার্সের এই বক্তব্যকে অনেকে দেখছেন ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ ক্রমবর্ধমান বিভাজনের প্রতিফলন হিসেবে। যেখানে মূলধারা ও এর বামপন্থি অংশের মধ্যে ইসরাইল-সমর্থন নিয়ে গভীর মতপার্থক্য রয়েছে। বিশেষ করে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে।

অলিগার্কির বিরুদ্ধে লড়াই

বার্নি স্যান্ডার্স সম্প্রতি প্রকাশিত বই ফাইট অলিগার্কিতে ওইসব গোষ্ঠীর সমালোচনা করেছেন যারা আমেরিকার অর্থনীতি, রাজনীতি ও গণমাধ্যমের বড় অংশ নিয়ন্ত্রণ করছে এবং সাধারণ মানুষের সংগঠিত হওয়ার পথে বাধা দিচ্ছে।

তিনি বলেন, আইপেক এই ক্ষমতাকাঠামোরই একটি অংশ, যা ‘ইহুদি-বিরোধিতার অভিযোগ’কে ব্যবহার করছে ইসরাইলের নীতির সমালোচকদের চুপ করানোর হাতিয়ার হিসেবে।

আইপেক যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী লবি গোষ্ঠীগুলোর একটি, যা নির্বাচনে কোটি কোটি ডলার ব্যয় করে থাকে। এই গোষ্ঠী ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন করায় প্রগতিশীল রাজনীতিকরা এই গোষ্ঠীর সমালোচনা করে থাকেন।

‘আমি ইহুদি, কিন্তু অন্যায়ের পক্ষে নই’

৮৪ বছর বয়সি স্যান্ডার্স বলেন, ‘আমি গর্বের সঙ্গে বলি, আমি একজন ইহুদি। কিন্তু এর মানে এই নয় যে, আমি এমন এক চরমপন্থি ইসরাইলি সরকারের পক্ষ নেব, যারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করে আসছে।’

বিশ্লেষকরা মনে করছেন, স্যান্ডার্সের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলে এক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। বিশেষ করে তরুণ ডেমোক্রেটদের, যাদের অনেকেই নেতানিয়াহু সরকারকে দেওয়া মার্কিন আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে অসন্তুষ্ট।

ট্রাম্পের সমালোচনা

স্যান্ডার্স তার ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া আরেক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘ট্রাম্প হোয়াইট হাউস ধ্বংস করছে ডান্স হল নির্মাণের জন্য, যা তার বিলিয়নিয়ার বন্ধুদের অর্থে তৈরি হচ্ছে। ৩০ কোটি ডলার ব্যয় করা হচ্ছে। কিন্তু বিষয়টা শুধু এখানেই শেষ নয়, সে সংবিধান ধ্বংস করছে, আমাদের স্বাস্থ্যসেবা ধ্বংস করছে, আমাদের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে।’

বার্তা সংস্থা এপি’র প্রকাশিত সাম্প্রতিক ছবিতে দেখা যায়, হোয়াইট হাউসের পূর্ব দিকের অংশ ভেঙে ফেলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল ডান্স হল নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ