বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সদ্য মুক্তি পেয়েছে সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। জাহ্নবী-বরুণ ধাওয়ান অভিনীত এ সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ ফল না করলেও পর্দায় জাহ্নবী-বরুণের রসায়ন বেশ প্রশংসিত হয়েছে। এসবের মধ্যেই অভিনেত্রীর বক্তব্য নিয়ে তোলপাড় বলিউডে। জাহ্নবী বলেছেন— অভিনেত্রী হিসাবে বলিউডে প্রতিষ্ঠিত হতে গেলে পুরুষ অভিনেতাদের অহংকার মোকাবিলা করা জানতে হবে।
সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজলের শোয়ে এসেছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সেখানেই এমন মন্তব্য করেন শ্রীদেবীকন্যা। শুধু এখানেই শেষ নয়; অভিনেত্রী আরও বলেছেন, আমি বোকা সেজে থাকি। তাতে আর যাই হোক, অন্যের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার ভয় থাকে না। তিনি বলেন, আমি মাঝেমধ্যে এমনভাবে বোকা হওয়ার ভান করে থাকি, যেন কিছুই বুঝি না। সেটাই করা উচিত। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, কাউকে আঘাত না করে কী নিজের বক্তব্য তুলে ধরতে হয়, সেটি শিখতে হবে।
শ্রীদেবী-বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। তারকাসন্তান হওয়ার কারণে বলিউডে কোনো কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কিনা? টুইঙ্কেল খান্নার এমন প্রশ্নের উত্তরে জাহ্নবী কাপুর ‘মেল ইগো’ সামলানোর প্রসঙ্গ উত্থাপন করে বলেন, আমি যেহেতু তারকা বাবা-মায়ের সন্তান। ফলে বলিউডে বিশেষ সুবিধা পেয়েছি। তবে আমি যা বলতে চাই, সেটি প্রকাশ্যে বলতে পারি। আড়ালে-ইশারায় বোঝাতে হয় না। তবে সবার এমন সুযোগ নেই বলে জানান অভিনেত্রী।