রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

বাচ্চাদের ঘুম ভাঙাতে ব্যান্ড ভাড়া করে আনলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

ভারতের এক মায়ের সৃজনশীলতার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। কেউ বলছেন ‘মাদার অব দ্য ইয়ার’, কেউ আবার হাসিতে কাত। কারণটা অবিশ্বাস্য—তিনি নাকি ঘুমকাতুরে মেয়েদের জাগাতে ডেকে এনেছেন পুরো একটা ব্যান্ড দল!

ভিডিওর শুরুটা নিরীহই মনে হয়। দুইজন বাদ্যযন্ত্রী, একজন হাতে ঢোল আর আরেকজন ট্রাম্পেট নিয়ে ঘরে ঢুকছেন। কিন্তু তারা কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন না। তাদের কাজ হলো সকালবেলা বিছানায় ঘুমিয়ে থাকা দুই মেয়েকে জাগানো!

খবর অনুযায়ী, মেয়েরা নাকি টানা সকালে দেরি করে ঘুম থেকে উঠছিল। তাই মা এক অভিনব পরিকল্পনা নেন। তিনি ঘরে ডেকে আনেন এক ব্যান্ড দলকে। তারা ঢুকেই বাজাতে শুরু করেন জোরে ‘শ্রী রাম জানকি ব্যায়ঠে হ্যায়’ গানটি। হঠাৎ বাজনার শব্দে চমকে উঠে মেয়েরা প্রথমে কম্বল থেকে মুখ বার করে আবার লুকিয়ে পড়ে, যেন এই সুরে ঘুম ভাঙলে রক্ষা নেই!

ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পর এক মেয়ে অবশেষে মাথা তোলে আর অবাক হয়ে বলে, ‘এটা কী হচ্ছে এখানে?’

ইন্টারনেটে এই ভিডিও দেখে হাসিতে ফেটে পড়েছে সবাই। কেউ লিখেছেন, ‘ভাইসাব, দাদু–দিদা থাকলে কী করতেন কল্পনা করুন!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মা তো একদম ডেঞ্জারাস।’

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আধুনিক সমস্যা, আধুনিক সমাধান।’ কেউ আবার নস্টালজিয়ায় ভেসে লিখেছেন, ‘আমাদের সময় তো ঠান্ডা পানিই ঢেলে দেওয়া হতো!’ আরেকজনের মজার মন্তব্য, ‘আমার মা শুধু পাখা বন্ধ করে দিতেন।’

ভিডিওটি এখন ভাইরাল হিট। ভালোবাসা, নাটক আর হাসির দারুণ মিশ্রণে ভরা এই দৃশ্য সবাইকে মাতিয়ে তুলেছে। কেউ এটাকে কঠোর ভালোবাসা বলছেন, কেউ আবার নিছক কমেডি। তবে একটা বিষয় নিশ্চিত—এই মা জানেন, কীভাবে ঘুমকাতুরে সন্তানদের জাগাতে হয়!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ