রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

ভারতের সবচেয়ে বিপজ্জনক দল বিজেপি, বললেন অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

অভিনেতা কৌশিক সেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন।

সদ্য মুক্তি পাওয়া তার ছবি ‘স্বার্থপর’ নিয়ে কথা বলতে গিয়ে কৌশিক জানান, তিনি ধূসর চরিত্রে অভিনয় করেছেন, তবে ভবিষ্যতে একদিন শুধু মঞ্চে অভিনয় ও পরিচালনায় মনোযোগ দিতে চান।

সাক্ষাৎকারে তিনি বলেন, চিন্তাভাবনা যত পরিণত হবে, ব্যক্তিগত পরিসর তত ছোট হতে থাকে। স্বতন্ত্র চিন্তার কারণে চারপাশের মানুষ কমে যায়, তবে এতে খুব ক্ষতি হয় না। আমি নিজেকে কাচের ঘরে বন্দি মনে করি না। বিশেষ করে যখন আমি একজন মঞ্চ অভিনেতা।

রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মতামত প্রকাশ নিয়ে কৌশিক জানান, আগে তিনি টেলিভিশনের বিতর্কসভায় অংশ নিতেন, কিন্তু এখন আর যান না। তিনি বলেন, তৃণমূল, বিজেপি, সিপিএম কী বলল— সেটাই সেখানে বিষয় হয়ে যায়। কিন্তু সমস্যা তো দলীয় রাজনীতির ঊর্ধ্বে। সারা বিশ্ব জুড়ে যুদ্ধ চলছে, গাজায় বীভৎসতা চলছে—এই সব বিষয়ে আমাদের মতামতের কোনও মূল্য নেই।

তিনি আরও বলেন, দেশে বিজেপি ও রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে। তাই তারা ভাববে, সকলে ওদের দাস। তবে বিরোধীরাও ঠিক করে দেয়, আমার প্রতিবাদের ভাষা কেমন হবে। মানুষকে মানুষের ভাষায় কথা বলার সুযোগ দিতে হবে।

আগামী বছরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কৌশিক মন্তব্য করেন, আমার মতে, বিজেপি সবচেয়ে বিপজ্জনক দল। তৃণমূল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। আর সিপিএম ও কংগ্রেস বিভ্রান্তিতে থাকে। ভোটের সময়ে তারা জোট বাঁধে, তবে সবসময় সংশয়ে থাকে। মানুষকেই বিবেচনা করে বেছে নিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ