রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গন স্থিতিশীল হলে যেমন তা নির্বাচনে সহায়ক হবে, একইভাবে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে নির্বাচনের মাধ্যমে।

শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, বিএনপি, জামায়াত এবং এনসিপি সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগবাটোয়ারায় জড়িত। তবে ড. খন্দকার মোশাররফ হোসেন মনে করেন, স্থানীয় প্রশাসনে নিজেদের লোক বসালেই নির্বাচনে জয় নিশ্চিত হয় না। তিনি অতীতের বেশ কয়েকটি নির্বাচনের উদাহরণ তুলে ধরে এ মন্তব্য করেন।

 

সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়কের’ আদল দেওয়ার দাবি জানায় বিএনপি। ড. খন্দকার মোশাররফও সে বিষয়টি উল্লেখ করে বলেন, সরকারের সদিচ্ছা থাকলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

গোলটেবিল আলোচনায় জামায়াতের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে উষ্মা প্রকাশ করে বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, জামায়াতের পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি একেবারেই অপ্রত্যাশিত।

জামায়াত দাবি করছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। তবে খন্দকার মোশাররফ মনে করেন, এর উলটোটা হওয়ার সম্ভাবনা বেশি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তখন এমপি পদ বাগানোর জন্য দলগুলোর পকেট ভরাবে পদপ্রত্যাশীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ