এশিয়া কাপে পাওয়া চোট দীর্ঘ দিনের জন্য লিটন দাসকে ছিটকে দিয়েছিল। তবে পাঁজরে পাওয়া সে চোট কাটিয়ে লিটন আবারও ফিরছেন জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকেই তিনি থাকবেন দলে।
তিনি এশিয়া কাপে খেলেছেন তিনে। আজও যখন খেলবেন, তখনও জায়গায় পরিবর্তন হবে না। ফলে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনদের একজনকে জায়গা করে দিতে হবে লিটনকে। কারণ ওপেনিংয়ের একটা জায়গা নিশ্চিত, সেটা সাইফ হাসানের।
এশিয়া কাপে বাংলাদেশের মিডল অর্ডার ধুঁকেছে বেশ করে। তবে এরপরও মিডল অর্ডারে তাওহীদ হৃদয় জায়গা পেতে চলেছেন আজ। আরও একটা জায়গা থাকবে নুরুল হাসান সোহানের। ফিনিশারের ভূমিকাটা থাকবে জাকের আলী অনিক আর শামীম পাটোয়ারীর ওপর।
দুই স্পিনার ও দুই পেসার থাকতে পারেন আজকের দলে। দুই স্পিনার হচ্ছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। তাসকিন ও মোস্তাফিজ খেলবেন দুই পেসার হিসেবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান