বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে সিনেমা নিয়ে বক্তব্য রাখেন এই বলি সুপারস্টার। তবে তার একটি মন্তব্যে এরইমধ্যে নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাধারণ মানুষ। সালমানকে নাকি জঙ্গি ও সন্ত্রাসবাদী হিসেবে অভিহিত করেছেন সে দেশের মানুষ।
অনুষ্ঠানে সালমান খান বলেন, আপনি যদি হিন্দি সিনেমা তৈরি করেন, সেটি সৌদি আরবে মুক্তি পেলে ভালো ব্যবসা করবে। তেমনই তামিল, তেলেগু, মালয়লাম— যে কোনো ভারতীয় ভাষার সিনেমাই এখানে সফল হতে পারে। কারণ এখানে আফগানিস্তান, পাকিস্তান, বেলুচিস্তানসহ নানা দেশ থেকে মানুষ কাজ করতে আসে, সফল হয়।
তার এই বক্তব্যে বেলুচিস্তানের নাম নেওয়াতেই শুরু হয় বিতর্ক। বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের একটি প্রদেশ। এই নামে আলাদা কোনো দেশ নেই। আর এ নিয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের মানুষ।
এ নিয়ে আরও জলঘোলা হয়েছে। সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্টে সালমানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়া হয়েছে— এমন বক্তব্য ছড়িয়ে পড়ে ভারতীয় গণমাধ্যমের খবরে। এমনকি পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাকে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি ওঠে।
তবে এ দাবির কোনো সরকারি ভিত্তি নেই বলে জানা গেছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি। দেশটির সংবাদমাধ্যমগুলোও এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। আসলে সালমানের ওই বক্তব্যের ভিডিওর কিছু অংশ ভুলভাবে কেটে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি ও গুজব।