সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

২২ ক্যারেটের স্বর্ণ আজ যে দামে বিক্রি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের প্রভাবে দেশের স্বর্ণের বাজারে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রোববার (২৬ অক্টোবর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৯ টাকা কমিয়ে নতুন করে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করেছে। সোমবার (২৭ অক্টোবর) থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে রোববার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা (যা গতকাল রোববার ছিল ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা), ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা (গতকাল রোববার ছিল ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা) এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা (১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা)।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণের তারতম্য হতে পারে।

চলতি বছরের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম ইতোমধ্যেই মোট ৬৮ বার সমন্বয় করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ