কক্সবাজার জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান
অদ্য ২৮/১০/২০২৫ খ্রি. ভোর অনুমান ০৫:৪০ ঘটিকায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ ০৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়া (ধুমপ্রাংবিল) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীঃ-
১। আব্দুর রজ্জাক (৩৫), পিতা- বশির আহমদ, মাতা- লায়লা বেগম, সাং-নতুন পল্লানপাড়া (ধুমপ্রাংবিল), ৪নং ওয়ার্ড, সদর ইউ/পি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার
২। নুর কবির (১৯), পিতা- মৃত নুর আলম, মাতা- মৃত জোবেদা, সাং-আশিক্কাপাড়া, নেমেচে, মংডু, মিয়ানমার ।
৩। এরশাদ (২৬), পিতা- মৃত ছব্বির আহমদ প্রকাশ সমসু, মাতা-মরিয়ম খাতুন, সাং-আরিচ্ছাপাড়া, নেমেচে, মংডু, মিয়ানমার।
উদ্ধারকৃত আলামতঃ-
১। ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা
আইনগত গৃহীত ব্যবস্থাঃ
১। টেকনাফ থানার ,এফআইআর নং-৭২, তারিখ- ২৮ অক্টোবর, ২০২৫; জি আর নং-৭৫৮, ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তৎসহ 14 The Foreigners Act, 1946;