বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

‘তৃতীয় ব্যক্তিকে শরীর দেওয়া যাবে, মন দেওয়া প্রতারণা’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

শরীর নাকি মন? প্রেমে কোনটি বেশি জরুরি। এ বিতর্ক আজকের নয়। কেউ মনের পক্ষে কেউ শরীরের। বলিউড অভিনেত্রীদের মধ্যেও মতের অমিল রয়েছে এ নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম আন্দোবাজারের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বলিউড তারকা টুইঙ্কেল খান্না এবং কাজল মনে করেন একজনকে ভালোবেসে অন্যজনকে শরীর দেওয়া অন্যায় না। তবে এতে দ্বিমত এ প্রজন্মের তারকা জাহ্নবী কাপুরের। তিনি মনে করেন তৃতীয় ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলা অবশ্যই অন্যায়।

শরীর মন নিয়ে মতানৈক্যের উৎপত্তি মূলত কাজল ও টুইঙ্কেল খান্নার একটি শো থেকে। সে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন কাজল-টুইঙ্কেল। অতিথির চেয়ারে ছিলেন জাহ্নবী ও করণ জোহর।

কাজল-টুইঙ্কেল দাবি করেন, সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি এসে পড়লে তাকে মন দেওয়া যাবে না কোনোভাবেই। তবে শরীর দিলে তাতে আপত্তি বা প্রতারণার কিছু দেখছেন না তারা।

তবে কাজল-টুইঙ্কেলের বক্তব্যের ঘোর বিরোধিতা করেন জাহ্নবী। তার মতে প্রতারণার আবার শারীরিক-মানসিক কী? শরীর ও মন দুই-ই গুরুত্বপূর্ণ। সঙ্গী যদি শারীরিকভাবে প্রতারণা করেন, সেটাও ক্ষমার অযোগ্য।

এ সময় জাহ্নবীর বক্তব্যকে বয়সের দোষ বলে আখ্যা দেন কাজল-টুইঙ্কল। বয়স কম বলেই এ রকম উপলব্ধি তার। তাদের মতো পঞ্চাশের কোটায় পা রাখলেই শ্রীদেবীকন্যা যুক্তিগুলো বুঝবেন বলে ধারণা কাজল-টুইঙ্কলের। এ সময় করণও সমর্থন করেন তাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ